ব্ল্যাক ফাঙ্গাস
ব্ল্যাক ফাঙ্গাস

দেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত, বারডেমে দুই রোগী

দেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত, বারডেমে দুই রোগী

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত দুজনের শরীরে এবার ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

ব্ল্যাক ফাঙ্গাস

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত রোববার ৬০ বছর বয়সী আরেকজনের শরীরেও ছত্রাকজনিত এ রোগটি শনাক্ত হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ব্ল্যাক ফাঙ্গাস

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage