নিজস্ব প্রতিবেদক : নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার এবং আরটিক ফুডস এর স্বত্বাধিকারী আরফিন জামান এর যৌথ্ উদ্যোগে ফুড টেস্টিং এন্ড রেসিপি কনটেস্ট ২০২৪ অনুষ্ঠিত হয় । শনিবার দুপুর ৩ টায় কেরানীগঞ্জের ভাগনা ঢাকা টাওয়ারে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটি মূলত নারীর ক্ষমতায়ন এবং তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজনটি করা হয়েছে।
এ প্রতিযোগিতায় নারীদের সৃজনশীলতা ও রন্ধন প্রিয়তা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫ জন প্রতিযোগী তাদের সেরা রেসিপি জমা দিয়েছেন। বিচারকদের প্যানেল তাদের সৃজনশীলতা রেসিপির বিশেষত্ব এবং উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেছেন।
বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার সার্টিফিকেট এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বই যা নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং আরটিক ফুডসের পক্ষ থেকে প্রদান করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শাবানা আশরাফ, ১ম রানার আপ আফরিন নাহিদ ও দ্বিতীয় রানার আপ ২য় তিশা আফরিন। এই প্রতিযোগিতা নারীদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছে যা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে আরো উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্স এর সিইও গোলাম শাহরিয়ার কবীর, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি ।অনুষ্ঠানের আয়োজনে ও বিচারক হিসেবে উপস্হিত ছিলেন আরটিক ফুডস এর স্বত্বাধিকারী আরফিন জামান ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সম্মানীত বিচারক মন্ডলীদের সাথে বিচার কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ, মিডিয়া ব্যাক্তিত্ব নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার ।এ সময় নারীদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন হাসিনা আনছার।পাশাপাশি গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন।
নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে।সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের।
এ ছাড়াও সংগঠনটি নির্যাতিত,নিপীড়ন নারীদের নানা মুখি উন্নয়নমূলক কাজ সম্পৃক্ত করতে কাজ করে।স্বাধীন ভাবে নিজের মত প্রকাশের মাধ্যমে,নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের করে সাজানোর জন্য প্রতিটি উদ্যোক্তাকে পরামর্শ প্রদান করে হাসিনা আনছার।
নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার এবং আরটিক ফুডস এর স্বত্বাধিকারী আরফিন জামান পক্ষ থেকে পারফেক্ট ইলেকট্রনিক্স, ক্যাপ্টেন আইটি এজেন্সি,মিথী স কিচেন ও আরদি হাউসকে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।