মনিরুজ্জামান অপূর্ব : এ প্রজন্মের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছিল প্রিয়াঙ্কা জামানের জন্মদিন। পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে এই অভিনেত্রী পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন সুখবরও। অচিরেই বাংলাদেশ ও মালয়েশিয়া শুরু করবেন ‘কিউট অ্যান্ড ক্লাসি’ নামের পার্লারের ব্যবসা।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘জন্মদিনে একটি খুশির খবর সবার সঙ্গে ভাগ করতে চাই, অনেক আগে থেকেই আমার কিউট অ্যান্ড ক্লাসি নামের পার্লারের ব্যবসা ছিল। মাঝে এটা বন্ধ ছিল। তবে খুব শিগগিরই ঢাকা ও মালয়েশিয়ায় এটি পুনরায় শুরু করব। বর্তমানে এর প্রস্তুতি চলছে।’
যোগ করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই জানাতে পারব। এ বছরটি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি প্রিয়াঙ্কা নতুন তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’, ‘বরিশালে শ্বশুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। শিগগিরই নাটক তিনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।