দ্রোপদী মুর্মু ভারতের ১৫তম নব নির্বাচিত রাষ্ট্রপতি , ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি ।

  দ্রোপদী মুর্মু ভারতের ১৫তম নব নির্বাচিত রাষ্ট্রপতি ।
ভারতীয় উপমহাদেশের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের উজ্জ্বল নক্ষত্র । ভারতের নবাগত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (সাঁওতাল সম্প্রদায়ের)
দ্রৌপদী মুর্মুর জন্ম ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গ্রামে। খুবই গরিব পরিবার থেকে তিনি লড়াই করে উঠে এসেছেন। তিনি বিজেপি নেত্রী ছিলেন। পরে ঝাড়খণ্ডের রাজ্যপাল হন। ২০২১ সাল পর্যন্ত তিনি রাজ্যপাল পদে ছিলেন। তিনিই ঝাড়খণ্ডের প্রথম নারী রাজ্যপাল ছিলেন। তিনিই ওড়িশার প্রথম আদিবাসী নারী যিনি রাজ্যপাল হয়েছেন। তিনিই প্রথম আদিবাসী নারী যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে নির্বাচিত হলেন।
আর তিনিই ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হলেন।

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage