শেষ ম্যাচ খেলবেন না সাকিব! কিন্তু কেন?

চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

যদিও ৪র্থ ম্যাচে শনিবার (৭ আগস্ট) শেষ মুহূর্তে কষ্টার্জিত জয় পেয়েছে অজিরা। সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের ৫ম ও শেষ ম্যাচ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
টানা চার ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ সৌম্য সরকার। তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথাও উঠেছে। বিশ্রাম দেওয়া হতে পারে আরও দু-একজনকে। তবে বিভিন্ন সূত্রের খবর শেষ ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে রোববার (৮ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে নিউজল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন সাকিব।
 
তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ৪র্থ ম্যাচে মোটেও ভালো করেননি সাকিব। ৬, ৬, ৬, ০, ৬, ৬! সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। এদিন সাকিব ওই পাঁচটি বাদেও আরও একটি ছয় মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান। এতে ৩ উইকেটে জয় পায় অজিরা। যদিও ইতোমধ্যে প্রথম ৩টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।  

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage