যেভাবে পারছে ছুটছে মানুষ,সড়কে থেমে থেমে যানজট

যেভাবে পারছে ছুটছে মানুষ,সড়কে থেমে থেমে যানজট

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কে রাতেও মানুষের ঢল থামছে না। মহাসড়কে ট্রাক, পিকআপ, মাইক্রোসহ ছোট ছোট যানবাহনে রাজধানীর দিকে ছুটছে মানুষ। এসব যানবাহনের চাপে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কারখানা খোলার খবরে করোনার ঝুঁকি উপেক্ষা করে শত দুর্ভোগ মেনেও চাকরি হারানোর ভয়ে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক কর্মস্থলে ফিরছেন।

গত শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সারা দিন এভাবে কর্মস্থলের দিকে ফিরতে থাকা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাতেও একই পরিস্থিতি দেখা যায়। অনেকে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন।

নেত্রকোনার মদনপুর গ্রামের আফজাল হোসেন চাকরি করেন টঙ্গী গাজীপুরা এলাকার একটি পোশাক তৈরির কারখানায়। তিনি বলেন, দুপুরের পর বাড়ি থেকে রওনা হয়েছেন। ট্রাকে, পিকআপে ও কিছু দূর পায়ে হেঁটে রাত সাড়ে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান। চৌরাস্তা এলাকায় কোনো যানবাহন না পেয়ে হেঁটেই রওনা হয়েছেন।

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage