র‌্যাব হেলেনা জাহাঙ্গীরকে আটক করলো (Helena Jahangir)

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী Helena Jahangir মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশনের ভবনে র‌্যাবের অভিযান শেষ হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ এম আজাদ জানান, টিভি চ্যানেলটির অনুমোদন থাকার কোনো কাগজপত্র তাঁরা  পাননি। এ নিয়ে আরও যাচাই–বাছাইয়ের কাজ চলছে। বিকেল চারটার দিকে এ নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত ওই ভবনে র‌্যাব অভিযান শুরু করে।

গতকাল রাত সোয়া ১২টার দিকে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। এর আগে র‌্যাবের একটি দল রাত আটটার দিকে রাজধানীর গুলশান ২–এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করে।

হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে প্রায় সোয়া চার ঘণ্টা র‌্যাবের অভিযান চলে । পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন প্রথম আলোকে বলেন, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে কয়েক বোতল মদ, বিদেশি মুদ্রা, বন্য প্রাণীর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনে মামলা করা হবে।

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage