মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন | পেমেক্স | BM24TV

সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। গোলাকার এলাকা জুড়ে জ্বলতে থাকা সেই আগুন নেভানোর চেষ্টা করছে বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ। এ রকমই একটি ভিডিও শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে নেটপাড়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। নীলচে পানির ওপর কমলা রঙের আগুনের দৃশ্য এখন ভাইরাল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার এই আগুন লেগেছিল মেক্সিকো উপসাগরে। সেখানকার ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই লেগেছিল এই আগুন। মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করাতেই লেগেছিল এই আগুন। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর এই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স।

সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন সে দেশের দু’টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এই ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই আগুনের জেরে ওই প্রকল্পের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওই তেল সংস্থা। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। সূত্র: আনন্দবাজার।

     More News Of This Category

https://www.facebook.com/bm24tvofficialpage