বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বাংলাদেশে আসতে হলে সকল যাত্রীকে ৭২ ঘন্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে ও বিদেশ থেকে সনদ নিয়ে আসতে হবে। যা দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আসা সব যাত্রীদের করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
সেই সাথে বিমানবন্দরেও যাত্রীর লক্ষণ উগসর্গ আছে কি না অনুসন্ধান করা হবে বলে জানায় বেবিচক। এই নিয়ে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহরাইন, চীন, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে চলাচল করা ফ্লাইটের ক্ষেত্রে করোনা মহামারির মধ্যে এ নির্দেশনা কার্যকর হবে ৫ ডিসেম্বর থেকে।