বাংলাদেশী নাগরিকদের উপর জারিকৃত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো দক্ষিণ কোরিয়া : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরুপ দক্ষিণ কোরিয়ার সরকার সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস আজ এক কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে অবহিত করে। এর ফলে ০৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ হতে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকগণ ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। ইতোপূর্বে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশ সহ কতিপয় দেশের নাগরিকদের সেদেশে প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এতে করে কোরিয়া গমনেচ্ছু বিপুল সংখ্যক বাংলাদেশী ছাত্রছাত্রী ও কর্মীর শিক্ষা ও কর্মজীবন হুমকির মুখে পড়ে। এমতাবস্থায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিউলস্থ বাংলাদেশ দূতাবাস শুরু থেকেই এই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করে। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব ডঃ এ. কে. আব্দুল মোমেন ব্যক্তিগতভাবে তাঁর সাথে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোন আলাপকালে বাংলাদেশী নাগরিকদের উপর আরোপিত এ ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে বিশেষ অনুরোধ জানান। পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেন একাধিকবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত জনাব লি জেন কিউন-এর সাথে বৈঠক করে বিষয়টি সমাধানের তাগিদ দেন। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আবিদা ইসলাম সেদেশের যথাযথ কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বোপরি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগ এই ভিসা নিষেধাজ্ঞা চলমান সময়ে একদিকে কোরিয়া গমনেচ্ছু বিপুল সংখ্যক উদ্বিগ্ন বাংলাদেশী ছাত্রছাত্রী ও কর্মীদের সাথে এবং অন্যদিকে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ও ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে প্রভাবকের ভুমিকা পালন করে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নাগরিকদের প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুখবরটি এল। তথাপি, ভবিষ্যতে এই ধরণের ভ্রমন নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি এড়াতে দক্ষিণ কোরিয়া সহ অন্য যেকোন দেশে ভ্রমনেচ্ছু বাংলাদেশী নাগরিকগণ ও সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য। এই উদ্দেশ্যে অবশ্য পালনীয় স্বাস্থ্য ও ভ্রমনবিধি সমূহ যথাযথ ভাবে মেনে ভ্রমন করার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে সনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলাদেশী নাগরিকদের উপর জারিকৃত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো দক্ষিণ কোরিয়া

নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সেনাপ্রধান  এস এম শফিউদ্দিন আহমেদ (শফিক)

নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ (শফিক)

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন ।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।  তাঁর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক হারালো, বাংলাদেশে তাঁর অভাব অপূরনীয়।

বি এম ২৪ টিভির পক্ষ থেকে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি  ।

সিকদার গ্রপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন।

সময়কাল ১৯৭৪ ইং
নাটোরের উত্তরা গণভবনে পুত্র ও কন্যসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

পুত্র ও কন্যসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা…..

প্রধান অতিথি:
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা৷
সভার সভাপতি:
অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ, চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ৷
সঞ্চালক:
আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ৷
বিশেষ অতিথি :
জনাব নুরুল মজিদ হুমায়ুন, মাননীয় শিল্প মন্ত্রী।
এ্যাড জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
জননেতা মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
জনাব হারুনু- অর- রশিদ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
স্থান: কৃষিবিদ ইন্সটিটিউশন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

 

বিশ্বের অনেক উন্নত দেশগুলোকে পিছনে ফেলে করোনার ভ্যাক্সিন বাংলাদেশ কিভাবে পেল,
সে বিশ্লেষনে একটু করা যাক।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যখন করোনা ভ্যাক্সিন তৈরিতে গবেষণার ঘোষণা দিয়েছে, তখনি বাংলাদেশ সরকার ১০০ মিলিয়ন ডলার গবেষণা বিনিয়োগ করেছে। অক্সফোর্ড ভ্যাক্সিন বানাতে সফল না হলে পুরো টাকাটাই জলে যেত। বেক্সিমকো সেখানে আরো ২৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে প্রাইভেট প্রতিষ্ঠান হিসাবে।

এই যে ভ্যাক্সিন তৈরির আগেই একটি বিশাল ঝুঁকি সরকার ও বেক্সিমকো নিয়েছে, সে কারণেই বাংলাদেশ সরকার ৬ কোটি ডোজ ভ্যাক্সিন পাচ্ছে। সরকার যেহেতু জনগণের টাকায় ঝুঁকিটা নিয়েছে, সে কারণে সকল ডোজ সরকার জনগণকে ফ্রি তে দিয়ে দিচ্ছে। এটাই একটি “Welfare state” এর বৈশিষ্ট্য। আর বেক্সিমকো ন্যুনতম মুনাফা রেখে একটি নির্ধারিত মূল্যে ভ্যাক্সিন বিক্রি করবে সামর্থ্যবান ব্যক্তিদের কাছে। কারণ তারা ব্যবসা প্রতিষ্ঠান।

সরকারের কাছ থেকে ভ্যাক্সিন ফ্রি তে পাওয়ার এটাই মূল কারণ। কিন্তু ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিটা না নিলে এই ভ্যাক্সিন পাইতেন বিশ্বের ২০০ দেশের মধ্যে হয়তো সবার শেষে। আর এখন পেলেন বিশ্বের প্রথম ২৩টি দেশের সাথে যারা বাংলাদেশের মত বিনিয়োগ ঝুঁকি নিয়েছিল। তারপরও সরকারকে ধন্যবাদ আমরা দিব না, কারণ আমরা হইলাম অকৃতজ্ঞ জাতি। আমরা ব্যস্ত আছি কোন্ এক টাউট বাটপারে আরেক বাটপারের কাছে বলছে যে সে প্রধানমন্ত্রীর লোক- সেই ইস্যু নিয়া।

গত দেড় বছরে করোনা প্যানডেমিকের মধ্যেও রাষ্ট্রবিরোধীরা জনগণের পাশে না দাঁড়িয়ে ব্যস্ত ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে, এটা তারই প্রমাণ।

ভাবুন একবার, বিএনপি জামাত সরকার যদি ক্ষমতায় থাকত, যারা কোনো বিনিয়োগ ঝুঁকি ছাড়াই ফ্রি তে দিলেও প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হয়নি (দেশের তথ্য পাচার হয়ে যাবে এই অজুহাতে দেশকে তথ্যপ্রযুক্তিতে ২০ বছর পিছিয়ে দিয়েছে), তারা কি ১০০ মিলিয়ন ডলার খরচ করে বিনিয়োগ ঝুঁকি নিয়ে বাঙালির জন্য ফ্রি ভ্যাক্সিন আনতো?

সরকারের কাছে ৬ কোটি ডোজ আছে। সময় থাকতে ফ্রি তে ভ্যাক্সিন নিন, পরে ট্যাকা দিয়াও টিকা পাইবেন না।

লিখেছেনঃ Saif M Ishtiak Hossain

বিশ্বের অনেক উন্নত দেশগুলোকে পিছনে ফেলে করোনার ভ্যাক্সিন বাংলাদেশে

মঙ্গলবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট অভিনেত্রী তারিন জাহানের পিতা পিডিপির অবসর প্রাপ্ত প্রকৌশলী মোঃ শাহজাহান দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর ধানমন্ডি ৭নং জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

অভিনেত্রী তারিন জাহানের পিতা প্রকৌশলী মোঃ শাহজাহান চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সারাদেশে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের প্রথম দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। এ তালিকায় ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করে নিজেও টিকা নেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেয়া হয়। ওই কেন্দ্রে প্রথমদিনে ৫২ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে। পর্যায়ক্রমে এর পরিমান বাড়বে। টিকা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যাচার করেছে বিভ্রান্তি ছড়িয়েছে জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অপপ্রচারকারীদের মিথ্যাচার ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরো জানান, ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেয়ার মাধ্যমে আস্থা বাড়বে। ভ্যাকসিন কার্যক্রম দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেন। তিনি বলেন, দেশের সব জেলার সাথে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। তাদের সাথে আমরা ভ্যাকসিন নেব। এটা নিয়ে যেন কোনো রকমের রিউমার না হয়। এই ভ্যাকসিন খুবই নিরাপদ, যতগুলা ভ্যাকসিন আছে তাদের মধ্যে এটা সবচেয়ে নিরাপদ। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।

মন্ত্রী-এমপি ও ভিআইপিদের ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনগণের আস্থা বাড়বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য- অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি

 

নিয়োগ বিজ্ঞপ্তি:  BM24 TV চ্যানেলে নিম্মোক্ত পদে জনবল নিয়োগ করা হবে।
* নিউজ প্রেজেন্টার মহিলা/পুরুষ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে (এইচ এস সি )  ।
* ভিডিও এডিটর ও গ্রাফিক্স ডিজাইনার ০২ জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে (এস এস সি ) ।
* বেতন আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারী ২০২১ ।
আবেদন করতে :- সিভি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি পাঠিয়ে দিন ।
 E-mail : robibm24.tv@gmail.com
       Cell : 01977000708 , 027193226
Office : 291, Inner Circular Road, Jomider Place, Level-3/E, Fakirapool, Motijheel, Dhaka-1000.

BM24TV তে নিউজ প্রেজেন্টার ও ভিডিও এডিটর নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি সাংবাদিক নিয়োগ চলছে BM24tv তে, খুব শীঘ্রই পূর্নাঙ্গ সম্প্রচারে যাবে নতুন টেলিভিশন চ্যানেল BM24 TV এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টিভি চ্যানেলটিতে সাংবাদিকতার জন্য শূন্য পদে জেলা উপজেলা প্রতিনিধি ও ব্যুরোপ্রধান নিয়োগ দেওয়া হবে।

উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সাংবাদিকদের নিজস্ব উপজেলায় নিয়োগ দেওয়া হবে।

জেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে এইচএসসি/ স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সাংবাদিকতায় কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে।

ব্যুরো প্রধানঃ যেকোনো বিষয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে খবরের কাগজ ও টেলিভিশন চ্যানেলে দুই বছরের অভিজ্ঞতাসহ সাংবাদিকতায় মোট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস ভিত্তিক প্রতিনিধি নিয়োগ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে সিভি মেইল করবেন।

E-mail :-  robibm24.tv@gmail.com , Cell : 01977000708,   Ph :027193226  আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত।

BM24tv তে নিয়োগ বিজ্ঞপ্তি

https://www.facebook.com/bm24tvofficialpage