ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ রামেরকান্দা ( কার্মাতা) এলাকায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন শাহার গ্রামের বাড়ীতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।


৩ মার্চ বুধবার দিবাগত রাত আনুমানিক ২:৪৫ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ধরে ডাকাতরা ডাকাতি করে থাকে । ডাকাত দলের সদস্যরা বাড়ীর পিছনের দিক দিয়ে কিচেন রুমের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেন। অনেক সময় নিয়ে ডাকাত রা ডাকাতি করে থাকে।

বাড়ীর মালিক বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন শাহা সাহেব বলেন অনুমান করা হচ্ছে পূর্ব পরিকল্পনা করে ডাকাত দল ডাকাতি করেছেন, সুক্ষ ভাবে ডাকাতি করেন । ডাকাতির সময় ডাকাত দল আমার স্ত্রী, মেয়ে, ছেলে কে দেশীয় অস্রের মুখে জিম্মি করে প্রায় ৩৫-৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ১২-১৩ লক্ষ টাকা, ৩-৪ শত ডলার ও দুটি দামী ঘড়ি এবং আরো দামী জিনিস পত্র নিয়ে যায় এবং ডাকাত দল আমাদের শারীরিক কোন ক্ষতি করে নি ।

বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন শাহা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠা কালীন সদস্য এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলী এর একজন প্রভাবশালী নেতা।

কেরানীগঞ্জে আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন শাহার বাড়িতে ভয়াবহ ডাকাতি

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম গত কাল রাত ১.১৫ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম গত কাল রাত ১.১৫ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

“যুব উদ্যোক্তা সম্মেলন ও কর্মসংস্থান মেলা কর্মসূচি পালন করবে যুবলীগ”
শেখ ফজলে শামস পরশ
চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

“যুব উদ্যোক্তা সম্মেলন ও কর্মসংস্থান মেলা কর্মসূচি পালন করবে যুবলীগ”

নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সেনাপ্রধান  এস এম শফিউদ্দিন আহমেদ (শফিক)

নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ (শফিক)

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন ।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।  তাঁর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক হারালো, বাংলাদেশে তাঁর অভাব অপূরনীয়।

বি এম ২৪ টিভির পক্ষ থেকে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি  ।

সিকদার গ্রপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন।

সময়কাল ১৯৭৪ ইং
নাটোরের উত্তরা গণভবনে পুত্র ও কন্যসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

পুত্র ও কন্যসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা…..

প্রধান অতিথি:
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা৷
সভার সভাপতি:
অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ, চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ৷
সঞ্চালক:
আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ৷
বিশেষ অতিথি :
জনাব নুরুল মজিদ হুমায়ুন, মাননীয় শিল্প মন্ত্রী।
এ্যাড জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
জননেতা মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
জনাব হারুনু- অর- রশিদ, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
স্থান: কৃষিবিদ ইন্সটিটিউশন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

 

সারাদেশে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের প্রথম দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। এ তালিকায় ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করে নিজেও টিকা নেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেয়া হয়। ওই কেন্দ্রে প্রথমদিনে ৫২ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে। পর্যায়ক্রমে এর পরিমান বাড়বে। টিকা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যাচার করেছে বিভ্রান্তি ছড়িয়েছে জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অপপ্রচারকারীদের মিথ্যাচার ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরো জানান, ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেয়ার মাধ্যমে আস্থা বাড়বে। ভ্যাকসিন কার্যক্রম দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেন। তিনি বলেন, দেশের সব জেলার সাথে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। তাদের সাথে আমরা ভ্যাকসিন নেব। এটা নিয়ে যেন কোনো রকমের রিউমার না হয়। এই ভ্যাকসিন খুবই নিরাপদ, যতগুলা ভ্যাকসিন আছে তাদের মধ্যে এটা সবচেয়ে নিরাপদ। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।

মন্ত্রী-এমপি ও ভিআইপিদের ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনগণের আস্থা বাড়বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য- অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি

ডেক্স রিপোর্ট : আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ধাইপুর সুরেশ্বরী দরবার শরীফের মোন্তাজীম সৈয়দ মারুফ নূরী। এক বিবৃতিতে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ এই পদে তাকে নির্বাচিত করায় সভাপতি শাহ্ সূফী সাইয়্যেদ আলম নূরী আল সুরেশ্বরী, মহাসচিব আল্লামা হানিফ নূরী ও প্রেসিডিয়াম সদস্যদেরকে কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে সৈয়দ মারুফ নূরী বলেন,আল্লাহর অলিগনের সঠিক পথকে সুগম ও বাধাহীন করতে আশেক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত হই। সংগঠনের সভাপতি ও মহাসচিবের আন্তরিকতা এবং সূফীবাদী মনোভাব,দক্ষ জনবলের সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখেই এই সংগঠনে যোগদান করি । ২০১৩ সাল থেকেই আমি সংগঠনের সাথে সক্রিয় থেকেছি। আমাকে নেতৃবৃন্দ সাধারণ সদস্য থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়ায় আমি নীতিনির্ধারণী ফোরামের প্রতি কৃতজ্ঞ। আউলিয়া ঐক্য পরিষদ দেশের সফল একটি সূফীবাদী সংগঠন হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সংগঠনের এসাফল্যের ধারা অব্যহত রাখতে আমার জায়গা থেকে দৃঢ়তার সাথে চেষ্টা করে যাবো। এছাড়াও সারাদেশে সংগঠনকে আরো জনবান্ধব ও গণমূখী করতে তিনি কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সৈয়দ মারুফ নূরী আরো বলেন, অন্যান্য সাংগঠনিক সম্পাদক হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী সহ সকলকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে মাজার,খানকা ও দরবারের উন্নয়নের জন্য নানান উদ্যোগ করবো। সংগঠন কে গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন। তাছাড়াও সারাবিশ্বে সংগঠনকে সফল সূফীবাদী সংগঠন করা ছোট বেলা থেকে তার স্বপ্ন সে বিবৃতিতে জানান। সেই সাথে আল্লার প্রিয় অলিগনের আশেকদেরকে নির্বিঘ্নে ঐশী প্রেমময় পথে চলার ব্যবস্থা করতে নিজেকে দায়বোধে আমৃত্যু নিয়োজিত রাখবেন বলে জানান।

আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক হলেন সৈয়দ মারুফ নূরী

কেরাণীগঞ্জ প্রতিনিধি : বিগত ২৮শে নভেম্বর ২০২০ইং তারিখে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ এর কাউন্সিল অধিবেশন এর মাধ্যমে ২০১ সদস্য বিশিষ্ট নব-গঠিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১১ই জানুয়ারী ২০২১ইং মোতাবেক রোজ সোমবার পরিষদের প্রধান কার্যালয় বাগে-সুরেশ্বরী কেরানীগঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হয়, পরিষদের প্রাক্তন সভাপতি এবং প্রধান পৃষ্ঠপোষক শাহ সূফী সাইয়েদ কামাল নূরী আল-সুরেশ্বরী নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। অতঃপর বর্তমান সভাপতি শাহ সূফী সাইয়েদ আলম নূরী আল-সুরেশ্বরী প্রথমে সভাপতিমণ্ডলীর উপস্থিত সদস্য গনকে এবং পরবর্তীতে উপস্থিত সম্পাদকমন্ডলী ও সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য সর্বজনাব, এস.এম. আব্দুর রশিদ (বেলতলী দরবার শরীফ), নজরুল ইসলাম কাজী (শাহ কলন্দর দরবার শরীফ), সৈয়দ মনোয়ার হোসেন রেজভী, আল-চিশতী নিজামী (বরিয়াবর দরবার শরীফ), সৈয়দ মোঃ মাজেদুল হক চাঁদপুরী (চাঁদপুরীশাহ্ দরবার শরীফ), শাহ সৈয়দ আনোয়ার মোবারকী আল-কাদরী ( বকশিবাজার খানকা শরীফ ), সৈয়দ মাওলানা আ হ ম মাহবুব উল্লাহ আল-ক্বদমী(পাউসার দরবার শরীফ)পরিষদের মহাসচিব আল্লামা হানিফ নুরী‌ (নূরে হক দরবার) , সহ-যুগ্ন মহাসচিব শাহ্ সূফী সাইয়্যেদ শাহ্ নূরে আফতাব ওরফে পারভেজ নূরী আল সুরেশ্বরী (সুরেশ্বর দরবার শরীফ) সহ-যুগ্ন মহাসচিব শাহ্ সূফী সাইয়্যেদ তৌহিদুল হোসাইন শাহীন নূরী আল সুরেশ্বরী ( সুরেশ্বর দরবার শরীফ ) সহ-যুগ্ন মহাসচিব শাহ্ সূফী সাইয়্যেদ শাহ্ নূরে জামান দিদার নূরী আল সুরেশ্বরী(সুরেশ্বর দরবার শরীফ) শাহ্ সূফী শামসুজ্জামান চৌধুরী সজিব ( জয়পাড়া পাক দরবার শরীফ ) সাংগঠনিক সচিব,হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী ( সুরেশ্বর দরবার শরীফ ) সৈয়দ মারুফ নূরী (ধাইপুর দরবার শরীফ) এম এ রহিম (নোয়াখালী) সহ সাংগঠনিক সচিব, আবুল কাশেম মোল্লা ফয়সাল (চেয়ারম্যান মুরাদনগর ইউপি হবিগঞ্জ) , মোঃ রবিউল ইসলাম রবি (চেয়ারম্যান বিএম২৪টিভি ) আন্তর্জাতিক সচিব, সৈয়দ বাকি বিল্লাহ রেজভী খান মজলিশ ( কাটাখালী পাক দরবার শরীফ ) তথ্য ও গবেষণা বিষয়ক সচিব,শাহ শামসুল আরেফিন মাসুম (কুর্শাখাগাউরা পাক দরবার শরীফ) সাংস্কৃতিক সচিব, জনাব কামাল উদ্দিন রাসেল (সিলেট) প্রমুখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শপথ গ্ৰহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেলা ১১টায় শুরু হয়ে বাদ মাগরিব মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ মনোয়ার হোসেন রেজভী আল-চিশতী নিজামী। উক্ত অনুষ্ঠানের শপথ এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল হিংসা বিদ্বেষ ভুলে সকলে একত্রে থেকে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ এগিয়ে নিতে সকল সদস্য ভূমিকা রাখবে।

 

আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ এর নব-গঠিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২১

https://www.facebook.com/bm24tvofficialpage