ডেস্ক রিপোর্ট : ময়ূরপঙ্খীর সমাজকল্যাণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং-০৯৫৮৭) একটি আন্তর্জাতিক সামাজিক সংস্থা । নিয়মিতভাবে সমাজের অবহেলিত, দুঃস্থ ও সুবিধাবঞ্ছিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ময়ূরপঙ্খী । ময়ূরপঙ্খী সংস্থা এর উদ্যোগে আয়োজিত এবং ময়ূরপঙ্খীর ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় মিরপুর ৬ নং সেকশনে অবস্থিত অর্কিড কমিউনিটি সেন্টারে যৌন হয়রানি, সামাজিক অবক্ষয় রোধে সমাজকর্মী ভূমিকা ও স্বনির্ভরতা বিষয়ক জাতীয় সমাজকর্মী সম্মেলন এবং “ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২০” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, গেষ্ট অফ অনার হিসেবে মাননীয় সংসদ সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা, বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়ূরপঙ্খীর উপদেষ্টা আবু সায়েম শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও ময়ূরপঙ্খীর উপদেষ্টা ইঞ্জি. মোঃ সাকীল খান, সেলিব্রেটি অতিথি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল এবং ময়ূরপঙ্খীর শুভেচ্ছাদূত লারা লোটাস, আমন্ত্রিত অতিথি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক ও ময়ূরপঙ্খীর উপদেষ্টা আবুল হাছান, অনলাইন কমিউনিকেশন সোসাইটির চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । সার্বিক সহযোগিতায় ছিলেন-সাথী খান, মোঃ হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, মোঃ রাকিব মোল্লা, জুনায়েদ সিদ্দিকী, হারিছ সোহেল, মোঃ রাকিব হাসান । সমাজসেবা ও করোনাকালিন মানবিক কাজের স্বীকৃতস্বরূপ এই বছর ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২০

এ ভূষিত হয়েছেন- মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ জামাল উদ্দিন সিকদার, রওশন আক্তার চৌধূরী, শিল্পী আক্তার, মোহাম্মদ মহসিন, মোঃ তোফাজ্জেল হোসেন তোতা খান, মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার, মোঃ আরিফুর রহমান, বৈরাগী সুজন, মাহামুদুর রহমান, আলমগীর হোসেন, সালাউদ্দিন স্বপন, কর্ণেল ডাঃ ইশরাত রফিক ঈশিতা, মোঃ সাইদুর রহমান শাওন, নাসির হোসেন, মুশফিকুর রহমান, মোঃ নুরুল হুদা সায়েম, আবদুল কাদের, মোঃ মামুনুর রেজা । ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন- নাঈমা তালুকদার বন্যা, শাহরিয়ার আজাদ সানি, মো: আলী হুসাইন, মোঃ তমাল উদ্দিন, মাহমুদ জামান তাজিম, মোঃ জাকির হোসেন, বিজয় চৌধুরী, নূরনবী ইসলাম সুমন । চমক হিসেবে ছিল ম্যাজিক শো ও সংগীত পরিবেশনা । আগত অতিথিবৃন্দ সবাই ময়ূরপঙ্খীর মানবিক ও সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন । উল্লেখ্য, “ময়ূরপঙ্খী” সংস্থা মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির । পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় ।

ময়ূরপঙ্খীর সমাজকল্যাণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-2020

বিশেষ প্রতিনিধি : শিল্পকলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো মডেলিং ও অভিনয় ।আর মডেলিং ও অভিনয়ের প্রতিটি কলার মানুষের শৈল্পিক মনের একটি চুড়ান্ত সুন্দরের বহি:প্রকাশ । শিল্পি মনের মানুষ জন্মের পর থেকেই তার দেহ সৌষ্ঠবেএক ধরনের অবয়ব তৈরী করে নিজের আপন মনে।শিশু বয়সেই অনেক শিশুরা তাদের শিল্পিপ্ত প্রকাশ করে ফেলে অজান্তেই ,হয়ে যায় শিশু শিল্পি ।তেমনি একজন তাকির মোহাম্মদ রেজা ।মাত্র পাঁচ বৎসর বয়সেই এই শিশু শিল্পির মিডিয়া জগতে আগমন ও আত্মপ্রকাশ ।সেই থেকে ছোট ছোট কিছু ফ্যাশন হাউজের কাজগুলো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ।চটপটে ফুটফুটে তাকির পুরাতন ঢাকার কসাইটুলীতে জন্মগ্রহন করে এবং কসাইটুলী মুসলিম একাডেমীর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ।অথচ তার ভিতরে ভবিষ্যতের স্বপ্নের বীজ অংকুরিত হয়ে গেছে ।তার সাথে একান্ত আলাপ কালে অনেক সুন্দর সুন্দর রুচি সম্পন্ন ও ব্যক্তিত্বের আভিজাত্য টের পাওয়া গেলো। নিজেকে মডেল ও অভিনেতা হিসেবে ভাবতেই ভাল লাগে ।স্বপ্ন,ভালোলাগা ,ভালবাসা সব মডেলিং ও অভিনয়কে ঘিরে।এই ক্ষেত্রে বলব মডেলিং ও অভিনয় আমার প্রথম ভালবাসা । একটা সময় ভালোলাগা ছিলো যা এখন ভালবাসায় রুপান্তরিত হয়েছে ।নতুন রুপে,নতুন স্টাইলে প্রতিটা সময় ধারন করতে ভাললাগে,আর এই ভাললাগা যখন কাজের সাথে একাত্ত হয়ে যায় তখন সেখানে কাজকে কাজ বলে মনে হয়না ।তুলা রাশির তাকিরের যাত্রাই শুরু হয়েছিল কিছু গার্মেন্টেসের বিলবোর্ড এর ফটোশুট করে ।শুরুটা শখের বশে হলেও মডেলিং ও অভিনয় আমার কাছে ধ্যান এর মতো ।প্রতি মূহুর্তে আমি নিজেকে ভেঙ্গে চুরে গড়ছি ।আর প্রতিটি পদক্ষেপ থেকে শিখছি ।যখন যে কাজ করি মন দিয়ে করি ।সেরাটা দেবার চেষ্টা করি ।৫ ফিট ৫ ইঞ্চি সুদর্শন তাকির বিলবোর্ড এর কাজ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ।তার স্কুলের সহপাঠিরা বিভিন্ন জায়গায় এসব বিলবোর্ড দেখে রীতিমতো তার প্রশংসায় পঞ্চমুখ।দুই ভাইবোনের মধ্যে ছোট তাকির । প্রিয় ব্যক্তি বাবা মা,পছন্দ কালো রং ।প্রিয় খাবারের তালিকায় যে কোন সুস্বাদু খাবার ।শখ মডেলিং ও অভিনয় ।অবসরে বই পড়া ,গান শোনা ,ছবি দেখা ও বিশ্বখ্যাতদের সিনেমা দেখা ।শৈশবের দুরন্তপনার মাঝে ও যে এখনই একজন পরিপূর্ণ ব্যক্তিত্বের মানসিকতা বহন করে চলছে তুলা রাশির এই মডেল ও অভিনেতা ।বাবা মার আদরের ১৪ বছরের এই ছেলেটি মিডিয়া সম্বন্ধে কেমন করে এমন জ্ঞান পেল সে প্রশ্ন রাখতেই এক কথায় সরাসরি জবাব- এইতো টিভি , সিনেমা পত্রিকা এসব মানেই মিডিয়া ।বড় হলে কি হতে চাও ?এমন প্রশ্নের এক কথায় উওর ডাক্তার হবো ও গরীব দু:খীদের পাশে দাঁড়াবো হুম তবে পাশাপাশি মডেল ও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে তাকির মোহাম্মদ রেজা ।মিডিয়ার প্রতি ভালবাসা নিয়ে যেতে চায় বহুদূর।আরও ভালো ভালো কাজ করতে চায় ,আর চায় ভক্ত ,অনুরাগীসহ সকলের দোয়া ও ভালবাসা ।

মডেল ও অভিনেতা হতে চায় তাকির

https://www.facebook.com/bm24tvofficialpage