দিয়ামনি মাল্টিমিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ।
০৮ অক্টোবর ২০২৩ ইং রবিবার সন্ধ্যা ৬.০০ টায় দিয়ামনি মাল্টিমিডিয়ার উদ্যোগে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আইডিইবি ভবন, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে, দিয়ামনি মাল্টিমিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য দিয়ামনি মাল্টিমিডিয়া আইডল অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিয়ামনি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু, এমপি। অনুষ্ঠনটি উদ্বোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মামনীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি। বিশেষ অতিথি- বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মনিরুল ইসলাম মনু এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, একেএম হাফিজ আক্তার বিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ডিএমপি, আসিফ সামস্ রঞ্জন মেয়র, পাবনা বেড়া পৌরসভা, মোঃ শামসুর রহমান, সাধারন সম্পাদক আইডিইবি কেন্দ্রিয় কমিটি।
যাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে- আজীবন সম্মাননা অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিক (শিক্ষাবিদ), আজীবন সম্মাননা কাজী হায়াত (চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও অভিনেতা), আজীবন সম্মাননা রফিকুল আলম (সংগীত শিল্পী) আজীবন সম্মাননা কোহিনূর আক্তার সুচন্দা (চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও অভিনেত্রী, ছবি- হাজার বছর ধরে), আজীবন সম্মাননা কনা রেজা, (পরিচালক- চ্যানেল আই, সিইও- পান সুপারী)।
ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা কনসেপ্ট (ছবি- আমার মা), ওমর সানি ও মৌসুমী- সফল দম্পত্তি, অরুনা বিশ^াস- সফল চলচ্চিত্র অভিনেত্রী, রিনা খান- সফল খল অভিনেত্রী, হাসান মতিউর রহমান- গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ সুরকার- শওকত আলী ইমন, দিনাত জাহান মুন্নি, শ্রেষ্ঠ সংগীত শিল্পী, রবি চৌধুরী- শ্রেষ্ঠ সংগীত শিল্পী, শবনম পারভীন- অভিনেত্রী, রাজু আলীম- সাংবাদিক সভাপতি বাচসাস, রিমন মাহফুজ- সাংবাদিক সাধারণ সম্পাদক- বাচসাস, দেবাশীষ বিশ^াস (চলচিত্র পরিচালক) শ^শুর বাড়ি জিন্দাবাদ-২, নিপুন (নায়িকা)- সংস্কৃতি ও চলচ্চিত্রে সফল সংগঠক, সাইমন সাদিক (নায়ক) ছবি- লাল শাড়ী – ২০২৩, শাহানূর- চিত্রনায়িকা, সুব্রত চিত্রনায়ক, শাকিল খান + শারমিন হোসেন- সুখী দম্পত্তি, আব্দুস সাত্তার সামির- সিনিয়র চিত্র সাংবাদিক, মোহসেনা শাওন, সিনিয়র নিউজ প্রেজেন্টার-এনটিভি, আমার মা সিনেমার যারা পাচ্ছেন (পরিচালক- শাহরিয়ার নাজিম জয়, প্রযোজক- মাহবুবা শাহরিন, নায়ক- ডি এ তায়েব, নায়িকা-ইয়ামিন হক ববি, শিশু শিল্পী- দেওয়ান জাদি তুসমি তায়েব, মোঃ জাফর হোসেন- প্রশাসন ও জনসাধারণের সেবায়- উপ পুলিশ কমিশনার লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা, শিরীন শিলা-চিত্রনায়িকা, নোলক বাবু- সংগীত শিল্পী, এফ এ সুমন- সংগীত পরিচালক, বারিশ হক- ব্র্যান্ড প্রমোটর, দিঘী- উদিয়মান অভিনেত্রী, সোহেল রহমান- শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্ল্যাসিক্যাল, আয়েশা আক্তার- চিকিৎসা সেবায়, ডাঃ মোঃ তৌফিকুর রহমান ফারুক- চিকিৎসা সেবায়, সিমরিন লুবাবা- শিশু শিল্পী।